স্তন ক্যানসারের লক্ষণগুলো কী কী?

  • ফারজানা আক্তার 
  • এপ্রিল ২৭, ২০১৮

স্তন ক্যানসারের লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত যে জিনিস থাকে সেটি হলো, স্তনের মধ্যে একটি চাকা বা একটা পিণ্ড। এতে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় লাম্প। এগুলো ছাড়াও আরো বিভিন্ন পরিবর্তন থাকতে পারে স্তনে। উপসর্গগুলো দেখে নিন এক নজরে - 

* স্তনে একটি পিন্ডের মত অনুভব হয়। 

* স্তনের বোঁটা ভিতরের দিকে ঢুকে যায়। 

* স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া।

* স্তনের আকার বা আকৃতির পরিবর্তন।

* স্তনবৃন্তের আকারে পরিবর্তন। 

* স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া। 

* স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া। 

* বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া। 

* স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া। 

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment