বাবু হওয়ার পর মলদ্বারে খুব ব্যাথা আর রক্ত যাচ্ছে। কী করবো?

  • তাসফিয়া আমিন
  • মে ১৫, ২০১৮

প্রশ্নঃ আমার সিজারিয়ান এ বাবু হওয়ার ৭/৮ দিন পর থেকে পায়খানা করার সময় মলদ্বারে খুব ব্যাথা আর রক্ত যাচ্ছে। কি করবো আপু?

উত্তরঃ আপনার কি কোষ্ঠকাঠিন্য আছে আপু? আপনাকে যা করতে হবে: 

১.প্রতিদিন টয়লেট করা।

২. পেটে হজম হতে চায় না এমন খাদ্য বর্জন করা।

৩. চিকিৎসকের পরামর্শমতো বিশ্রাম নেয়া।

৪. হাতুরে ডাক্তার বা কবিরাজ দিয়ে চিকিৎসা না করা।

প্রতিরোধের উপায় : 

১. কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সে দিকে খেয়াল রাখা।

২. নিয়মিত ঘুমানো।

৩. পরিমাণ মতো পানি পান করা।

৪. অতিরিক্ত পরিশ্রম না করা।

৫. তরলও সহজপাচ্য খাদ্য গ্রহণ।

৬. অধিক মশলা জাতীয় খাদ্য পরিহার করা।

৭. বেশি করে শাকসবজি ও পানি খাবেন।

৮. প্রয়োজনে প্রতিদিন ইসুবগুলের ভুসি খাবেন।

৯। ডাক্তারের পরামর্শে ঔষধ খাবেন ও মলম লাগাতে হবে।

আর/এস 

Leave a Comment