বাচ্চার হঠাৎ ঠান্ডা লেগেছে , কী করবো?

  • তাসফিয়া আমিন
  • মে ১৫, ২০১৮

প্রশ্নঃ আপু আমার বাচ্চার বয়স আড়াই মাস। হঠাৎ ঠাণ্ডা লেগেছে। নাক এবং চোখ দিয়ে খুব পানি পরছে। বাচ্চা খুব কান্না করছে। এ মুহুর্তে কি করব?

উত্তরঃ আপু এ সময় বাচ্চার অনেক বেশী বিশ্রাম এবং পানীয় দরকার হয়। ৬ মাসের নিচের বাচ্চাদের জন্য বুকের দুধ বা যারা ফর্মুলা খায় তাদের বেশী বেশী দুধ খাওয়াতে হবে। যেহেতু বেশীরভাগ বাচ্চাই নাক ঝারতে পারেনা তাই বাচ্চার নাকের বন্ধভাব আপনাকেই কিছুটা কমাতে হবে।

স্যালাইন ও সাকশন ব্যবহারঃ বাচ্চার মাথা সামান্য পেছনের দিকে ঝুঁকিয়ে বাচ্চার দু নাকে কয়েক ফোঁটা নরসল বা স্যালাইন পানি দিন। এতে নাকের মিউকাস পাতলা হবে। এর পর ন্যাসাল অ্যাসপিরেটরের সাহায্যে বাচ্চার নাকের মিউকাস সাকশন করে বের করে আনতে পারেন। ন্যাসাল অ্যাসপিরেটর আজকাল সব বেবি শপেই কিনতে পাওয়া যায়।

বাচ্চাকে যদি সর্দিতে দুধ খাওয়াতে সমস্যা হয় তবে দুধ খাওয়ানোর ১৫ মিনিট আগে এটা করতে পারেন। এতে বাচ্চার জন্য দুধ খাওয়ার সময় নিঃশ্বাস নিতে সুবিধা হবে।

বাচ্চার নাকের আসে পাশে পেট্রোলিয়াম জেলি লাগানঃ এর ফলে বাচ্চার নাকে জ্বালা পোড়া কম হবে এবং বাচ্চা স্বস্তি পাবে।

ঘরের আবহাওয়া আদ্র রাখুনঃ যদি বাসায় হিউমিডিফায়ার থাকে তবে বাচ্চার রুম আদ্র রাখার চেষ্টা করুন। গরম পানিতে গোসলও সর্দিতে অনেক আরাম দেয়।

কিন্তু সবার আগে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বাচ্চাকে নিয়ে যান।

আর/এস 

Leave a Comment