বাবুর অন্ডকোষ একটি বড়। এটার কি চিকিৎসা করতে হবে?

  • তাসফিয়া আমিন
  • মে ১৫, ২০১৮

প্রশ্নঃ আমার ছেলের বয়স ৪ বছর। বাবুর অন্ডকোষ একটি বড়। এটার কি চিকিৎসা করতে হবে?

উত্তরঃ অন্ড কোষ সাধারনত ছোটবড় হয় না। তবে বামের টা থেকে ডানের টা একটু নিচে থাকে। আর অন্ড কোষ টাইট লুজ দুইটাই হয়, তা অবস্থার উপর নির্ভর করে। যেমন গরমে একটু ঝুলে থাকে আর ঠাণ্ডাতে একটু টাইট থাকে। তবে যদি অন্ডকোষ অনেক ফুলে যায় তাহলে সমস্যা আছে। এক্ষেত্রে একজন সার্জারি বিশেষজ্ঞ এর সাথে দেখা করবেন।

আর/এস 

Leave a Comment