প্রতিবার বাবুকে কতক্ষণ করে বুকের দুধ খাওয়ানো উচিত?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুন ১৩, ২০১৮

প্রশ্নঃ প্রতিবার বাবুকে কতক্ষণ করে বুকের দুধ খাওয়ানো উচিত? বাচ্চা যথেষ্ট দুধ পাচ্ছে কিনা তা বুঝব কি করে?

উত্তরঃ প্রতিটি শিশুই আলাদা। কেউ কেউ অল্প করে বার বার খেতে চায় আবার কেউ কেউ অনেকক্ষণ ধরে খায়। শিশুকে প্রথমে একটি স্তনের দুধ খাইয়ে শেষ করুন, তারপর আরেকটি স্তন তার মুখে দিন। যদি বাচ্চা সারাক্ষণ খেতে থাকে এবং আপনার তাতে দুশ্চিন্তা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। ৬ মাসের কম বয়সী শিশুর ২০-৪৫ মিনিট ধরে খাওয়ার কথা।

আপনার বাচ্চা যথেষ্ট দুধ পাচ্ছে বুঝতে পারবেন, যদি

* তার ওজন নিয়মিত হারে বাড়তে থাকে

* দু’বার খাওয়ার মধ্যবর্তী সময়ে সে সন্তুষ্ট থাকে

* ঠিকভাবে গিলতে পারে (তার ঢোক গেলার আওয়াজ খেয়াল করে শুনুন)

* আপনার স্তন বাচ্চাকে খাওয়ানোর আগে শক্ত ও ভারি এবং খাওয়ানোর পর তুলনামুলকভাবে নরম মনে হয়।

* শিশুর নিয়মিত পায়খানা হয়

জন্মানোর ৫ দিন পরে শিশুর কমপক্ষে ৩ বার পায়খানা হবে, এবং ৬-৮টি ডায়াপার ভেজাবে। তবে বড় হতে থাকার সময় সে পর পর কয়েকদিন পায়খানা না করেও থাকতে পারে।

আর/এস 

Leave a Comment