নাক বন্ধ হয়ে থাকলে কী করবেন?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুন ২৪, ২০১৮

নাক বন্ধ হওয়ার কিছু কারণ
ঘন ঘন সর্দি বা অ্যালার্জিজনিত সমস্যা, নাকের দুই ছিদ্রের মাঝখানের বিভাজক কোনো একদিকে বেঁকে গেলে এবং নাকের পাশের বায়ুপূর্ণ গহ্বরের (সাইনাস) ঝিল্লিতে প্রদাহ হয়ে পলিপ সৃষ্টি হলে নাক বন্ধ হতে পারে। নাকের ভেতরে স্বাভাবিকভাবে যে তিনটি মাংসল অংশ থাকে, সেগুলো অ্যালার্জি বা সংক্রমণের কারণে স্থূল হয়ে গেলেও (এটি পলিপ নয়) নাক বন্ধ হয়ে যায়। তা ছাড়া নাকে ছত্রাকের সংক্রমণ, নাকের টিউমার এবং নাকে কিছু ঢুকে আটকে থাকাও নাক বন্ধ হওয়ার কারণ হতে পারে।


যা করবেন, যা করবেন না
নাকে গরম পানির ভাপ নিতে পারেন।•লবণ মেশানো গরম পানির সাহায্যে নাক পরিষ্কার করা যায়। নাকের ড্রপ হিসেবে এই লবণ মেশানো পানিই ব্যবহার করতে পারেন। বাড়িতে এসব চিকিৎসা করে সুফল না পেলে নাক ও কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। চিকিৎসকেরপরামর্শ ছাড়া নাকের ড্রপ কিনে ব্যবহার করবেন না। না বুঝে ক্রমাগত নাকের ড্রপ ব্যবহার করলে পরবর্তী সময়ে নানা জটিলতায় আক্রান্ত হতে পারেন।

আর/এস 

Leave a Comment