গর্ভাবস্থায় যে কাজগুলো করা যাবে না!

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জুন ২৬, ২০১৮

গৃহস্থালীর কঠিন কাজ যেমন-ধান মাড়াই, ধান ভানা, ঢেঁকিতে চাপা ইত্যাদি কাজ করা যাবে না। ভারী কোন কিছু তোলা, দূরে যাতায়াত করা এবং ভারী কিছু বহন করা, শরীরে ঝাঁকি লাগে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। দীর্ঘ সময় কোন কাজে লিপ্ত থাকা, ঝগড়া - ঝাটি এবং ধমক দেয়া,জর্দা, সাদা পাতা খাওয়া,তামাক, গুল ব্যবহার করা,ধূমপান বা অন্য কোন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা,স্বাস্থ্য কর্মী বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ গ্রহণ করা ইত্যাদি কিছুই করা যাবে না। 

নিজে সুস্থ্য থাকুন এবং গর্ভের সন্তানকে সুস্থ্য রাখুন।  সবার জন্য শুভ কামনা। 

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment