গর্ভাবস্থার হাঁটা হাঁটি করলে স্বাভাবিক সন্তান প্রসব সহজ হয়?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জুন ২৭, ২০১৮

প্রশ্ন: বাসার মুরুব্বিরা বলে গর্ভাবস্থার হাঁটা হাঁটি করলে স্বাভাবিক সন্তান প্রসব সহজ হয়।  এই কথাটা কতটা সঠিক?

উত্তর : প্রসব স্বাভাবিক হবে, না অস্ত্রোপচার লাগবে, তা অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন: মায়ের শ্রোণি চক্রের আকার ও আয়তনের সঙ্গে গর্ভস্থ শিশুর আকারের সামঞ্জস্য, মায়ের উচ্চ রক্তচাপ প্রি-একলাম্পসিয়া বা অন্যান্য শারীরিক জটিলতা, জরায়ুতে শিশু সঠিক অবস্থানে আছে কি না ইত্যাদি। তবে গর্ভাবস্থার শেষ দিকে এমন কি মায়ের প্রসব বেদনা ওঠার পরও খানিকটা হাঁটা হাঁটি করতে বলা হয় নানা কারণে। এতে শ্রোণিচক্র ও কোমরের হাড়, পেশি ও লিগামেন্টের নমনীয়তা বাড়ে, শিথিল হয়, শিশুর নিচে নেমে আসা এবং অনেক সময় গর্ভে শিশু ঘুরে ঠিক অবস্থানে আসতেও সাহায্য করে। তাই মুরব্বিদের কথাটা একেবারে ফেলনা নয়। তবে কেবল এটা করলেই যে প্রসব স্বাভাবিক হবে, তাও ঠিক নয়। 

 

Leave a Comment