কিভাবে বুঝবো আমার বাচ্চা ঠিকমত খেয়েছে কিনা?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুলাই ৩, ২০১৮

উত্তরঃ আপনি না বুঝলেও অধিকাংশ বাচ্চাই কিন্তু জানে তাদের খাওয়া ঠিকমত হয়েছে কিনা। তাই ইচ্ছার বিরুদ্ধে শিশুদের খাবার খেতে জোর করা উচিত নয়। বাচ্চা কতটুকু খেল সেটা বড় বিষয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কে নানা স্বাদের নানা ধরনের খাবার খেতে দেয়া।

খাওয়ার সময় বাচ্চার প্রতি পূর্ণ মনযোগ দিন, বাচ্চার সাথে গল্প করুন এবং বাচ্চার সাথে আপনিও একসাথে খেতে বসুন। খেতে অনীহা প্রকাশ করলে আপনার বাচ্চা জোর করবেন না।

বাচ্চাদের পেট ভরে গেলে সাধারাণত বাচ্চারা নিচের কাজগুলো করে:

১.তাদের মাথা অন্যদিকে সরিয়ে নিবে।

২.তাদের মুখ বন্ধ করে রাখবে।

৩.বাটি বা থালা সরিয়ে দিবে বা মাটিতে রেখে দিবে।

৪. খাওয়াতে গেলে চিৎকার বা কান্না করবে।

৫.মুখ থেকে খাবার ফেলে দিবে।

৬.মুখে খাবার নিয়ে রেখে দিবে, কিন্তু তা গিলবে না।

আর/এস 

Leave a Comment