অনাকাঙ্খিত গর্ভধারণ হলে কিভাবে নিরাপদে এবরশন করা যায়?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জুলাই ১৭, ২০১৮

প্রশ্ন : অনাকাঙ্খিত গর্ভধারণ করে ফেললে কিভাবে নিরাপদে এবরশন করা যায়? এ ব্যাপারে সঠিক কোন পদ্ধতি আছে?

উত্তর : অনাকাঙ্খিত গর্ভধারণ যদি সঠিক সময়ে বুঝতে পারা যায়, তাহলে নিরাপদে সেটা থেকে পরিত্রান পাওয়া যাবে। তবে সেটা এবরশনের (abortion ) মাধ্যমে না, এমআরের (MR ) মাধ্যমে।  bortion অপরাধ কিন্তু MR আইন স্বীকৃত। দুই থেকে আড়াই মাসের pregnancy MR (Ministration Regulation ) করা যায়। এটা ক্লিনিক্যাল পদ্ধতিতেই করা যায় বা মেডিসিন এর মাধ্যমেও করা যায়। MR এর জন্য আজিমপুর মেটারনিটি সহ সরকারী অনেক প্রতিষ্ঠান আছে আর সরকার অনুমোদিত কিছু NGO আছে যারা নিরাপদ ভাবে এটা করে / পরামর্শ দেয়। 

 

Leave a Comment