সাবান ব্যবহারের ফলে হতে পারে সাদা স্রাব

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুলাই ১৮, ২০১৮

জরায়ুমুখ থেকে জলের মতো এক রকম সিক্রেশন হয়। তাতে কোনও দুর্গন্ধ থাকে না। সাধারণত দুটো পিরিয়ডের মাঝে ওভ্যুলেশনের সময় এই রকম তরল ডিসচার্জ হতে পারে। এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু জলের মতো না হয়ে অন্য কোনও রঙের স্রাব বেরোলে চিকিৎসার কথা ভাবতে হবে। কিংবা মেনোপজের পর যদি সাদা স্রাব হয় আর তাতে রক্তের দাগ থাকে চিন্তার বিষয়৷ সাদা স্রাব হয় আর তাতে রক্তের দাগ থাকে চিন্তার বিষয়৷ এটা ক্যান্সারের লক্ষন৷

কীভাবে হয় এই ইনফেকশন :
১. জরায়ু পরিস্কারের জন্য অনেকেই সাবান ব্যবহার করেন৷ কিন্তু এটার ফল মারাত্মক৷ সাবান ব্যবহার করলে জরায়ুতে ইনফেকশন পারে৷ যার থেকে সাদা স্রাব হতে পারে৷
২. আমাশা থেকে সাদা স্রাব হতে পারে৷
৩. কৃমি থাকলেও এই সমস্যা হতে পারে৷
৪. কোনও অপারেশনের মতো স্ত্রীরোগের যে কোনও অপারেশনের পর ইনফেকশন হতে পারে। এমনকি গর্ভপাত করালেও বা প্রসবের পরও ইনফেকশনের সম্ভাবনা থাকে।

কীভাবে বুঝবেন এই সমস্যা হয়েছে :
১. দুর্গন্ধযুক্ত সাদা, হলুদ, খয়েরি বা সবুজ রঙের স্রাব বেরলে।
২. চুলকানি হলে।
৩. তলপেটে অসম্ভব ব্যথা হলে।
৪. শারীরিক মেলামেশার সময়ে গোপনাঙ্গে ব্যথা হলে।
৫. দুই পিরিয়ডের মাঝখানে ইন্টারকোর্সের সময়ে রক্তপাত হলে।
৬. শরীরে সব মিলিয়ে একটা ভাল না-লাগার অনুভূতি হলে।

আর/এস 

Leave a Comment