কিডনির সমস্যায় ফলমূল খাওয়া নিষেধ?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুলাই ২৭, ২০১৮

ঢালাওভাবে সব কিডনির সমস্যায়ই ফলমূল খেতে নিষেধ করা হয় না। যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা একটু বেশি, রক্তে লবণের ভারসাম্য নষ্ট করতে পারে এমন কিছু উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন এ ধরনের রোগীকে উচ্চ পটাশিয়াম যুক্ত ফলমূল ও সবজি খেতে নিষেধ করা হয়। যেমন: কলা, টমেটো, ডাব, আলু, পালংশাক ইত্যাদি। এরা কম পটাশিয়াম আছে এমন ফল যেমন আপেল, পেয়ারা, আঙুর, আনারস, পেঁপে, শশা ইত্যাদি খেতে পারবেন। 

 

আর/এস 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment