ডায়াবেটিসের রোগী কি কাউকে ব্লাড দিতে পারবে?

  • তাসফিয়া আমিন 
  • জুলাই ৩০, ২০১৮

প্রশ্ন : ডায়াবেটিসের রোগী কি কাউকে ব্লাড দিতে পারবে?

উত্তর : ডায়াবেটিকের রোগী রক্তদান করতে পারবেন যদিঃ 

- রক্তদানের সময় সুগার লেভেল নরমাল থাকে। (সাধারনত সুগার লেভেল 7mmol/L নরমাল ধরা হয়)

- রক্তদাতা যদি ইনসুলিন গ্রহন করে না থাকেন।

- রক্তদাতা যদি শারীরিকভাবে সুস্থ অনুভব করেন।

তবে ডায়াবেটিক রোগীকে সবসময় সেকেন্ড অপশন হিসাবে রাখলে ভাল হয়। অন্য কোনো রক্তদাতা যদি পাওয়া না যায় এবং খুব ইমারজেন্সি রক্তের প্রয়োজন হয় তবে ডায়াবেটিক রোগী থেকে রক্ত গ্রহন করা যাবে। এছাড়া ডায়াবেটিক রোগীর ব্লাড না দেওয়ায় ভালো।
 

Leave a Comment