সূর্যের আলোতে জন্ডিস কমে যায়?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ৪, ২০১৮

বাচ্চাদের জন্ডিস দেখা দিলে ডাক্তাররা বাচ্চাকে সূর্যের আলোতে ধরার পরামর্শ দিয়ে থাকেন। সূর্যের আলোতে ধরলে জন্ডিস কমে যায়? এক সময় বলা হতো সূর্যের আলোতে নিয়ে গেলে জন্ডিস কমে যায়।

হ্যাঁ, আলোতে নিয়ে গেলে জন্ডিস কমে যায়। তবে এখন দেখা গেছে, সূর্যের আলোতে জন্ডিস যতটুকু কমে, তার চেয়ে ক্ষতি করে দিয়ে যায় অনেক। এই জন্য এখন বলা হয়, সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। যদি এ রকম হয়, বাসায় গ্লাসের মধ্য দিয়ে রোদ ঢুকছে, সেখানে রাখা যাবে। তবে সেই আলোতে যে জন্ডিস কমে, তার চেয়ে বেশি জন্ডিস কমে বুকের দুধ পানে।

আর/এস 

Leave a Comment