সবার হার্ট কি বামে থাকে?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ৫, ২০১৮

যদি এমন হয় হঠাৎ শুনতে পেলেন আপনার হার্ট নেই। বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি যে ইসিজি করে আপনার হার্ট খুজে পাওয়া নাও যেতে পারে। মানে আমাদের সবারই হার্ট বামে থাকে কিন্তু পৃথিবীতে প্রতি ১২ হাজারে মাত্র ১ জনের হার্ট থাকে ডানে।  হার্টের এই অসাধারণ অবস্থান করাকে বলে Dextrocardia। অনেকে সময় ডাক্তারও বুঝতে পারেনা তার রোগীর হার্ট ডানে। মানুষ যেমন ডানহাতি, বামহাতি হয় ঠিক তেমনি হার্ট এবং পাকস্থলির অবস্থানেও হতে পারে পরিবর্তন। 

আর/এস 
 

Leave a Comment