হাড় ক্ষয় রোগ (অস্টিওপোরোসিস)

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ১৪, ২০১৮

বিভিন কারণের হাড়ের ঘনত্ব কমে গেলে তাকে হাড় ক্ষয় হওয়া বা অস্টিওপোরোসিস বলে। সাধারণত প্রথমদিকে অস্টিওপোরোসিস রোগীদের তেমন সমস্যা করে না। তাদের যে হাড় ক্ষয় হচ্ছে, এটা রোগীরা বুঝতে পারে না। হাড় ক্ষয় হবার কারণে শরীরের উচ্চতা কমে যায়। সামনের দিকে বাঁকা হয়ে যায়। অনেকের ক্ষয় দেখবেন শরীর কুঁজো হয়ে গেছে। এ ক্ষেত্রে হাড়ের ক্ষয় কিন্তু আগেই শুরু হয়ে গেছে। উচ্চতা যদি মাপেন তাহলে দেখবেন প্রথমে তাদের উচ্চতা ছিল ১৮০ সেন্টিমিটার। তারপর আস্তে আস্তে ৭৯.৭৮, এভাবে কমতে থাকবে। 

কাদের হতে পারেঃ

- মহিলাদের এই রোগ হওয়ার সম্ভাবনা পুরুষ থেকে বেশি থাকে

- বংশে কারো এই রোগ থেকে থাকলে

- ধূমপান ও মদ্যপান করলে 

- যারা শারীরিক পরিশ্রম কম করেন

- কারো হজম জনিত কোনও পেট এর সমস্যা থাকলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে

- পুরুষে টেস্টেস্টরন হরমোন এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোন এর পরিমাণ কমে গেলে

- মহিলাদের মাসিক পরবর্তী সময়ে

- থাইরয়েড হরমোন এর পরিমাণ বাড়লে অথবা কমে গেলে

- ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে।
 

Leave a Comment