ডিসকয়েড লুপাস ইরাইথিমেটোসাস বা ডিএলই

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ১৮, ২০১৮

ডিসকয়েড লুপাস ইরাইথিমেটোসাস বা ডিএলই আলোক সংবেদনশীল ত্বকের বৃদ্ধি বা র‌্যাশ, যা স্থানীয়ভাবে সীমাবদ্ধ থাকতে পারে, আবার চারপাশে বিস্তৃতি লাভ করতে পারে। ঠোঁটে ডিএলই হলে স্থায়ী দাগের সৃষ্টি হতে পারে। ঠোঁট ও মুখের অভ্যন্তরে আলসার বা ক্ষত দেখা দিতে পারে। অনেক সময় এটি স্কোয়ামাস সেল ক্যান্সারের কারণও হতে পারে। ডিএলই অটোইমমিউন রোগ। অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শ এবং ধূমপান ডিএলই রোগের বড় কারণ। ১০ শতাংশ ক্ষেত্রে ডিসকয়েড লুপাস ইরাইথিমেটোসাস থেকে সিস্টেমিক লুপাস ইরাইথিমেটোসাস (যা পুরো শরীর আক্রান্ত করে) হতে পারে। তাই ঠোঁটের ওপর বা মুখের অভ্যন্তরে কোনো লাল বা কালো র‌্যাশ বা দাগ অথবা ক্ষত বা ফোলা ভাব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

আর/এস 

Leave a Comment