শরীর সুস্থ্য রাখতে প্রয়োজন ফসফরাস

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ১৮, ২০১৮

ফসফরাস শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে কিডনিকে স্বাস্থ্যকর রাখে। আর্থ্রাইটিস ও অস্টিওপরোসিস প্রতিরোধ করে। এ ছাড়া এটি পেশির অবসন্নভাব কমায়, মস্তিষ্কের কার্যক্রম ঠিকঠাক রাখতে কাজ করে।  

দৈনিক ফসফরাস গ্রহণের পরিমাণ কতটুকু হবে?

  • শূন্য থেকে ছয় মাস বয়সে ১০০ মিলিগ্রাম
  • ৭ থেকে ১২ মাস বয়সে ২৭৫ মিলিগ্রাম  
  • এক থেকে তিন বছর বয়সে ৪৬০ মিলিগ্রাম
  • চার থেকে আট বছর বয়সে ৫০০ মিলিগ্রাম
  • ৯ থেকে ১৮ বছর বয়সে ১২৫০ মিলিগ্রাম
  • ১৯ বছরের পর থেকে ৭০০ মিলিগ্রাম  

ফসফরাস রয়েছে যেসব খাবারে  

খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ও ক্যালসিয়াম থাকা মানে আপনি ফসফরাস সমৃদ্ধ খাবার ঠিকঠাক মতোই গ্রহণ করছেন। সাধারণত যেসব খাবারে প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে, সেগুলো ফসফরাসের ভালো উৎস। যেমন :

  • মাছ
  • মাংস
  • মুরগির মাংস
  • দুধ ও দুগ্ধজাতীয় খাবার
  • ডিম
  • বিনস
  • বাদাম ও বীজজাতীয় খাবার

এ ছাড়া ফসফরাস সমৃদ্ধ আরো কিছু খাবার যেমন : স্যামন, পনির, দই ইত্যাদি।  

প্রোটিন ছাড়া ফসফরাস সমৃদ্ধ খাবারগুলো হলো :

  • ভূসি ও ভূসিসমেত খাদ্য
  • আলু
  • শুকনো ফল
  • রসুন

আর/এস 

Leave a Comment