প্রি-একলামসিয়া ও একলামসিয়া কি এক?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ১৮, ২০১৮

গর্ভাবস্থায় অনেকে প্রি-একলামমিয়া, একলামসিয়ার সমস্যায় ভোগেন। সাধারণত গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থাকলে এবং প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হলে একে প্রি-একলামসিয়া বলে। চোখে ঝাপসা দেখা, মাথাব্যথা, ঘাড়ব্যথা ইত্যাদি প্রি-একলামসিয়ার লক্ষণ।  প্রি-একলামসিয়া একলামসিয়ার চেয়ে ভালো। প্রি-একলামসিয়ার সঙ্গে যখন খিঁচুনি থাকবে, তখন এটি একলামসিয়া। একলামসিয়া খারাপ অবস্থা প্রি-একলামসিয়ার তুলনায়। এখানে উচ্চ রক্তচাপ থাকে, এঙ্কেল ইডিমা অথবা ইউরিনের সঙ্গে অ্যালবুমিন যায়, সঙ্গে খিঁচুনি থাকে অথবা মাথা ব্যথা করে, চোখে অন্ধকার দেখে এ ধরনের সমস্যা থাকে। এগুলো রোগী এসে বলে। এ ধরনের বিষয় ঘটলে রোগীকে বলে দিতে হবে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বা যোগাযোগ করার জন্য।

আর/এস 

Leave a Comment