এমনিওটিক ফ্লুইডের পরিমাণ বেশি কিনা তা বোঝার উপায় কী?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ২৯, ২০১৮

গর্ভাবস্থায় যে ডাক্তারের কাছে মা নিয়মিত শারীরিক অবস্থা পরীক্ষা করান তিনি যদি দেখেন মায়ের ইউটেরাস স্বাভাবিকের চেয়ে দ্রুত হারে বাড়তে থাকে তবে তিনি পলিহাইড্রামনিওস সন্দেহ করতে পারেন। এছাড়া এর কিছু লক্ষণ রয়েছে যা দেখে পলিহাইড্রামনিওস হয়েছে কি না তা বোঝা সম্ভব। যেমন

- পেটে অস্বস্তি যা স্বাভাবিক নয়

- মেরুদণ্ডে প্রচণ্ড ব্যাথা

- শ্বাস-প্রশ্বাস ছোট হয়ে আসা

- পায়ের পাতা ও গোড়ালি ফুলে যাওয়া

এসব লক্ষণ দেখা গেলে পলিহাইড্রামনিওস সন্দেহ হলেও নিশ্চিত হবার জন্য আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে পরীক্ষা করানো প্রয়োজন।

আর/এস

Leave a Comment