ডায়েট এর কারণে হতে পারে মানসিক রোগ এনোরেক্সিয়া নার্ভোসা

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ১, ২০১৮

ওজন কমাতে অনেকেই নিয়মিত না খেয়ে থাকেন। এতে করে ওজন কমে ঠিকই কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে “এনোরেক্সিয়া নারভোসা” নামক একপ্রকার ইটিং-ডিসঅর্ডারের। এক্ষেত্রে রোগী নিজের দেহের ওজনকে খুব বেশি বলে মনে করে। শরীরের আকার ও ওজন সম্পর্কে রোগীর ভ্রান্ত মনোভাব তৈরি হয়। তার শরীর বৃদ্ধি পাবে বলে এবং ওজন বেড়ে যাবে বলে একটা ভয় তার মনে গেঁথে যায়। সেজন্যে খাওয়া-দাওয়া একেবারেই কমিয়ে দেয়। বিভিন্ন অজুহাত দেখিয়ে খাবার এড়িয়ে যায়। অনেকেই আবার যতোটুকু খায় তা গলায় আঙুল ঢুকিয়ে বমি করে ফেলে দেয়। আবার কেউ কেউ অতিরিক্ত ব্যায়াম করে শরীরের ওজন কমাতে যান।

বিশেষজ্ঞদের অভিমত হলো শৈশবে আবার ফিরে যাওয়া এবং পূর্ণবয়স্কদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন রোগী। ফলে খাওয়া-দাওয়া বন্ধ করে বয়স বেড়ে যাওয়াকে রোগী থামিয়ে দিতে চায়। আবার অনেকক্ষেত্রে কামভাবকে থামিয়ে রাখার চেষ্টা হিসেবে খাওয়া বন্ধ রাখা হয়।

এ রোগে শারীরিক কী কী পরিবর্তন দেখা যায়

- দেহ শুকিয়ে যাওয়া

- পায়ে পানি জমা

- হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়া

- রক্তশূন্যতা

- শরীরে জলীয় পদার্থ কমে যাওয়া

- ইলেক্ট্রোলাইটসের গোলযোগ

 - মাসিক বন্ধ থাকা

- রক্তচাপ কমে যাওয়া

- নাড়ির গতি কমে যাওয়া

- চামড়া শুষ্ক থাকা

- খিঁচুনি হওয়া

- থাইরয়েড হরমোন কমে যাওয়া

- এমনকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগী মারাও যেতে পারে

আর/এস 
 

Leave a Comment