জন্মগত ত্রুটি থাইরোগ্লোসাল সিস্ট

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ১২, ২০১৮

থাইরোগ্লোসাল সিস্ট হলে গলার ঠিক মাঝবরাবর ছোট্ট একটি অংশ ফুলে থাকে। এই ফুলে থাকা অংশটিই হলো সিস্ট। এর ভেতরে পানির মতো তরল পদার্থ থাকে। সাধারণত শিশুর জন্মের পর এই সমস্যা দেখা দিতে পারে। তবে পরিণত বয়সেও এই সমস্যা হতে পারে। এটি একটি জন্মগত ত্রুটি।

থাইরয়েড হরমোন গ্রন্থির নিচে নামার পথটি রয়ে গেলেই এ সমস্যা দেখা দেয়। শিশু ঢোক নেওয়ার সময় অথবা জিহ্বা বের করলে এই সিস্ট গলার সামান্য ওপরে উঠে আসে। অস্ত্রোপচার করে সিস্টটি ফেলে দেওয়া এটির একমাত্র চিকিৎসা। এই অস্ত্রোপচারের নাম সিস্ট্রাঙ্ক অস্ত্রোপচার। পেডিয়াট্রিক সার্জন অথবা নাক-কান-গলা সার্জন উভয়েই এটি অস্ত্রোপচার। 

 

আর/এস 
 

Leave a Comment