হাইপারক্যালসেমিয়া কী?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ১৯, ২০১৮

হাইপারক্যালসেমিয়া হচ্ছে এমন একটি রোগ যার কারণে আপনার রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার ফলে হাড় দূর্বল হয়ে যায়, কিডনীতে পাথর হয় এবং হৃৎপিন্ড ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়।

প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অতি মাত্রায় সক্রিয়তার কারণে হাইপারক্যালসেমিয়া দেখা দেয়। এই চারটি ক্ষুদ্র গ্ল্যান্ডের আকার চালের মত হয়ে থাকে এবং এই গুলো থাইরয়েড গ্ল্যান্ডের উপরে অথবা আবস্থান করে। ক্যান্সার, নির্দিষ্ট কিছু মেডিকেল ডিজঅর্ডার, কিছু ঔষধ সেবন এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অতিমাত্রায় ব্যবহারের কারণে হাইপারক্যালসেমিয়া হয়ে থাকে। এই রোগের উপসর্গ গুলোর তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে। এই রোগের চিকিৎসা এর অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে।

আর/এস 

Leave a Comment