বন্ধ্যাত্বের ৯টি লক্ষণ!

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২০, ২০১৮

বর্তমানে বেশিরভাগ দম্পতিরই বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে। এই সমস্যা হঠাৎ করে এক দিনেই আপনার দরজায় কড়া নাড়বে না। আস্তে আস্তে আপনার চোখের সামনে দিয়েই আসবে। তাই আজ চলুন বন্ধ্যাত্ব সম্পর্কিত কিছু লক্ষণ সম্বন্ধে জেনে নেই-

বন্ধ্যাত্বের ৯টি লক্ষণ

- অস্বাভাবিক মাসিক হবে। মাসিকের সময় স্বাভাবিকের তুলনায় বেশি বা কম রক্ত বের হবে।

- মাসিকের সময় ঠিক থাকবে না অর্থাৎ অনিয়মিত মাসিক হবে।

- কোনো কারণ ছাড়া হঠাৎ করে মাসিক হওয়া বন্ধ হয়ে যাবে।

- মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হবে। সাথে সাথে কোমরে, পিঠে, পেলভিসে ব্যথা হবে। মাঝে মাঝে মাংশপেশিতে টান ধরে।

- ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ব্রণ হওয়ার মাত্রা বৃদ্ধি পেতে পারে।

- যৌনসঙ্গমের ইচ্ছা কমে যাবে এবং যৌনসঙ্গমের সময় প্রচণ্ড ব্যথা হবে।

- হঠাৎ করে ওজন বৃদ্ধি পাবে।

- চুল পড়ে যাবে এবং চুল পাতলা হয়ে যাবে। এছাড়া ঠোঁটের পাশে, বুকে এবং থুতনিতে অতিরিক্ত কালো চুল উঠতে শুরু করবে।

- স্তন থেকে দুধের মতো সাদা রস নির্গত হবে।

আর/এস 

Leave a Comment