সিজারিয়ানের পর মায়ের জন্য ঝুঁকিসমূহ বিষয়গুলো কী?

  • তাসফিয়া আমিন 
  • সেপ্টেম্বর ২১, ২০১৮

সিজারের পর আপনার সিজারের জায়গায় ব্যথা হতে পারে এবং এজন্য আপনাকে ব্যথানাশক দেয়া হবে। আপনাকে ২৪ ঘন্টা ক্যাথেটার (মূত্র বের জন্য পাইপ) দেয়া হবে। বাসায় আপনাকে সাহায্য করার মতন লোক আছে কিনা তার ওপর নির্ভর করে আপনাকে দুই থেকে চারদিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি দেয়া হবে। আপনাকে যথাসম্ভব তাড়াতাড়ি হাঁটাচলা আরম্ভ করতে বলা হবে।

সিজারের সময় মায়ের যেসব ঝুঁকি থাকে তার মধ্যে রয়েছে:

*ক্ষতস্থানে ইনফেকশন (সংক্রমন)

*জরায়ুর ইনফেকশন (এন্ডোমেট্রাইটিস) এর কারনে জ্বর, পেটে ব্যাথা আর মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিক নিঃসরন হতে পারে।

*পায়ের শিরায় রক্ত জমাট (থ্রম্বোসিস) বাধতে পারে, যা ফুসফুসে পৌঁছলে বিপজ্জনকও হতে পারে।

*অতিরিক্ত রক্তপাত

*মূত্রথলী বা মূত্রনালীতে কোনও সমস্যা যার জন্যে পরবর্তীতে অপারেশন প্রয়োজন হতে পারে। 

এখনকার অপারেশন এবং অপারেশন পরবর্তী পদেক্ষেপের জন্যে ইনফেকশন অনেকখানি কমে এসেছে।

Leave a Comment