জন্মের সময় নবজাতকের স্তন বড় হয় কেন?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • সেপ্টেম্বর ২৩, ২০১৮

অনেক নবজাতকই জন্মের সময় বড় স্তন নিয়ে জন্মায় বা জন্মের এক দুই দিনের মধ্যে স্তন বড় হয়। এটা যেকোন এক স্তনে হতে পারে, আবার দুই পাশেও হতে পারে। মুরব্বীরা এটাকে খুব খারাপ ভাবে দেখে এবং কুসংস্কার বিশ্বাস করে। তখন তারা কবিরাজি করেন বা ম্যাসেজ করেন।  এমনকি সুই দিয়ে খোঁচা দেন ছোট করার জন্য যা সর্বনাশ ঢেকে নিয়ে আসে।

স্তন বড় কি এবং কেন হয় ?

বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের কিছু হরমোন বেড়ে যায় এটা স্বাভাবিক । বাচ্চা জন্মের পর অনেক বাচ্চার উপর সেই সব হরমোনের প্রভাব থেকে যায় যার কারণে স্তন বড় হতে পারে। স্তন দিয়ে এক দুই ফোটা পানি বা দুধ আসতে পারে। এমনকি মাসিকের রাস্তা দিয়ে এক দুই ফোটা রক্তও আসতে পারে। 

এটি কোন সমস্যা না এবং কোন চিকিৎসার দরকার নেই। এক মাসের মধ্যে নিজ থেকে স্বাভাবিক হয়ে যায়।  কিন্তু ম্যাসেজ করার জন্য বা সুই ফুটানোর জন্য ইনফেকশন হয়ে লাল হয়ে যায় ও পুজ জমে। প্রচন্ড ব্যাথা হয়।  তখন ডাক্তারের কাছে নিয়ে প্রয়োজনীয় এন্টিবায়োটিক সুরু করতে হয়।

সূত্র : গুগল 

Leave a Comment