ফাইব্রো-সিস্টিক ব্রেস্ট ডিজিজ

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৩, ২০১৮

ফাইব্রোসিসটিক ব্রেস্ট ডিজিজ একটি সাধারণ রোগ (ক্যান্সার নয়), যার ফলে মহিলাদের স্তনে ব্যথাযুক্ত পিণ্ড সৃষ্টি হয়। এটি খুব ক্ষতিকর কোনো রোগ নয়, তবে এর ফলে অস্বস্তিবোধ হতে পারে।

একটি গবেষণায় দেখা গেছে যে, প্রায় ৬০% মহিলা জীবনের কোনো না কোনো পর্যায়ে ফাইব্রোসিসটিক ব্রেস্ট ডিজিজে আক্রান্ত হয়। কোনো মহিলা একই সাথে ফাইব্রোসিসটিক ব্রেস্ট ডিজিজ ও ক্যান্সারে আক্রান্ত হলে তার শরীরে ক্যান্সার নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।     

কারণ
মহিলাদের ডিম্বাশয়ে সৃষ্ট হরমোনের প্রতিক্রিয়াস্বরূপ স্তনের টিস্যুতে পরিবর্তন হয়ে থাকে। ফাইব্রোসিসটিক ব্রেস্ট ডিজিজ হলে এই পরিবর্তন বেশি মাত্রায় হয়, যার ফলে স্তন ফুলে নরম হয়ে যায় বা সেখানে ব্যথাযুক্ত পিণ্ড সৃষ্টি হয়। এই রোগের লক্ষলগুলি সাধারণত মাসিকের পূর্বে বা মাসিক চলাকালীন দেখা দেয়। এই লক্ষণগুলি হলো সিস্টের কারণে পিণ্ড সৃষ্টি হওয়া এবং স্তনের লবিউল (দুগ্ধ উৎপন্নকারী গ্রন্থি) ফুলে যাওয়া। এছাড়া এই রোগ হলে স্তনের আঁশালো টিস্যুগুলি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেতে পারে।

লক্ষণ
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

- স্তনের চাকা/পিণ্ড 

- স্তনে ব্যথা বা ঘা হওয়া 

- নিপল দিয়ে রক্ত পড়া/তরল নির্গত হওয়া 

- দীর্ঘায়িত মাসিক 

 পায়ের মাংসেপশীতে টান ধরা বা খিঁচুনি হওয়া 

- মাসিক না হওয়া 

- মাসিক ব্যতীত রক্তক্ষরণ 

- ত্বকের জ্বালাপোড়া 

- ঘন ঘন মাসিক 

আর/এস 

Leave a Comment