স্তনের চাকা/পিণ্ড

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৩, ২০১৮

স্তনের ভিতরের টিস্যু বৃদ্ধি পাওয়াকে স্তনে চাকা বা পিণ্ড সৃষ্ট হওয়া বলে। স্তনের পিণ্ড দেখতে বিভিন্ন ধরনের হয়ে থাকে, এবং এর ফলে সৃষ্ট অনুভূতিও নানা প্রকারের হতে পারে। লক্ষণটি স্তন ফুলে যাওয়া ও স্তনের সিস্ট নামেও পরিচিত। স্তনে পিণ্ড হলে নিম্ননলিখিত বিষয়গুলি দেখা দেয়-

- স্তনে নির্দিষ্ট সীমারেখাযুক্ত পৃথক পিণ্ড

- স্তনে পুরু ও বিশেষ স্থান সৃষ্টি হওয়া, যা আশেপাশের স্তনের টিস্যুর চেয়ে ভিন্ন

- স্তনের অন্য কোনো পরিবর্তন, যেমন- লালভাব সৃষ্টি হওয়া, টোল পড়া বা গুঁটি সৃষ্টি হওয়া

- একটি স্তন অপরটির চেয়ে অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া

- স্তনবৃন্তে পরিবর্তন, যেমন- স্তনবৃন্ত ভিতরে ঢুকে যাওয়া ও সেখান থেকে অবিরতভাবে তরল নির্গত হওয়া

- স্তনে ব্যথা বা নরমভাব সৃষ্টি হওয়া

- কিছু কিছু ক্ষেত্রে স্তনের পিণ্ড স্তনের ক্যান্সারের লক্ষণও হতে পারে। তাই এই সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে স্তনের পিণ্ড খুব কম ক্ষেত্রে ক্যান্সারের কারণে সৃষ্টি হয়ে থাকে।

কারণ
বিভিন্ন কারণে এই লক্ষণ দেখা দিতে পারে:  যেমন-

- যোনিদ্বারের ক্যান্সার (Vulvar cancer)

 - ব্রেস্ট ক্যান্সার 

- ব্রেস্ট সিস্ট

- লাইপোমা (Lipoma)

- সিবাসিয়াস সিস্ট    

- অন্ত্রের ক্যান্সার

- হেমাটোমা (Hematoma)

- ফাইব্রো-সিস্টিক ব্রেস্ট ডিজিজ (Fibro-cystic breast disease)   

আর/এস 

Leave a Comment