ইনডিউসড অ্যাবর্শন (Induced abortion)

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৩, ২০১৮

যে অপারেশন বা পদ্ধতির সাহায্যে স্বেচ্ছায় গর্ভপাত বা অ্যাবর্শন করা হয় তাকে ইনডিইউসড অ্যাবর্শন বলা হয়। এই পদ্ধতিতে অ্যাবর্শনের জন্য পূর্ণাঙ্গ লেবার ও ডেলিভারি করা হয়। গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে বা ১৬ তম সপ্তাহে অপারেশনের সাহায্যে অ্যাবর্শন করা হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে লেবার পেইনের জন্য পেইন মেডিসিন ব্যবহার করা হয়। যে কোনো ধরনের সমস্যা এড়াতে ইনডাকশনের পূর্বে সার্ভিকাল (ওসমোটিক) (osmotic) ডায়ালেটরের সাহায্যে সার্ভিক্স বা জরায়ুর মুখ ধীরে ধীরে ডায়ালেট বা প্রসারিত করা হয়। আর্লি লেবারের জন্য যে সকল ঔষধ ও পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো হলোঃ

স্যলাইন, ডিগোক্সিন (digoxin) বা পটাশিয়াম ক্লোরাইড (potassium chloride) ভ্রূণ বা ভ্রূনের চারপাশে অবস্থিত অ্যামনিয়োটিক সেক (amniotic sac) এ ইঞ্জেক্ট করা হয়। জরায়ুর সংকোচন প্রসারণ ও জরায়ু মুখ শিথিল করতে প্রোস্টাগ্ল্যান্ডিন (prostaglandins) জাতীয় নির্দিষ্ট প্রকারের ভ্যাজাইনাল মেডিসিন যেমনঃ মিসোপ্রোস্টল (misoprostol) দেয়া হয়। জরায়ুর সংকোচন প্রসারণের জন্য অক্সিটোসিন (Oxytocin) শিরার মধ্যে দেয়া হয় (ইন্ট্রাভেনাসলি-intravenously বা আই.ভি- IV)। অপারেশনের সুবিধার্থে ও পরবর্তীতে রক্তপাত নিয়ন্ত্রণে ইনডাকশনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ঔষধ সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করা হয়। 

কারণ
স্বেচ্ছায় গর্ভপাতের একাধিক কারণ রয়েছে। যেমনঃ

- অনাকাংক্ষিত গর্ভধারণ এড়াতে

- আর্থসামাজিক কারণে যেমনঃ পারিবারিক সহযোগীতার অভাব, আর্থিক অবস্থা

- একাধিক শিশু লালনপালনে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা

- স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্কের অভাব

- গর্ভধারণের ক্ষেত্রে নারীর নিজস্ব ধারণা (অনেক মহিলাই নিজের ক্যারিয়ার ও বয়সকে এক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকেন)

- একাধিক সন্তান রয়েছে এমন বিবাহিত মহিলা এবং বয়স্ক মহিলাদের পুনরায় সন্তান ধারনে অনিচ্ছা থাকলে তারা স্বেচ্ছায় অ্যাবর্শনের প্রতি ঝুঁকে পড়ে। তবে এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে

আর/এস 

Leave a Comment