কনুইয়ের দুর্বলতা (Elbow weakness)

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৪, ২০১৮

পেশীর শক্তি হ্রাস পেতে থাকলে মাংসপেশী দুর্বল হয়ে পড়ে। কনুইয়ের অস্থিসন্ধির আশেপাশে অবস্থিত টিস্যুতে প্রদাহের সৃষ্টি হলে কনুইয়ে দুর্বলতা অনুভূত হয়। আবার হাতের হিউমেরাস, রেডিয়াস বা আলনার সাথে সংযুক্ত মাংসপেশী দুর্বল হয়ে পড়লে কনুইয়ে দুর্বলতা। কখনো কখনো আপাতদৃষ্টিতে মনে হয় পেশী দুর্বল হয়ে পড়েছে। তবে প্রকৃতপক্ষে পেশী দুর্বল হয়ে পড়লে তা স্কেলেটাল মাসল ডিজিজ (skeletal muscle diseases) যেমন মাসকুলার ডিস্ট্রফি (muscular dystrophy) এবং ইনফ্লামেটরি মায়োপ্যাথির (inflammatory myopathy) প্রাথমিক লক্ষণ হতে পারে। পেশি কোষে পটাশিয়াম ও অন্যান্য ইলেক্ট্রোলাইটসের মাত্রা কমে গেলেও পেশী দুর্বল হয়ে পড়ে।

কারণ

বিভিন্ন কারণে এই লক্ষণ দেখা যেতে পারে, যেমন: 

- ডায়বেটিস 

- পেরিফেরাল  নিউরোপ্যাথি 

- পেরিফেরাল আটারি ডিজিজ

- ফ্রাকচার 

- কন্সট্রিক্টিং স্টকিংস 

- পেরিফেরাল নার্ভ ট্রমা 

- ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি 

- পেরিফেরাল নার্ভ কম্প্রেশন 

- কম্পার্টমেন্ট সিন্ড্রোম  

- সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট 

- আপার মোটর নিউরন ডিজিজ 

- ডার্মাটোমায়োসিস 

- টেনিস এলবো

- ম্যালইউনিয়ন 

- ইউনিয়ন 

আর/এস 

Leave a Comment