পেরিটনসিলার অ্যাবসেস (Peritonsillar abscess)

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৪, ২০১৮

পেরিটন্সিলার অ্যাবসিস একটি ব্যাক্টেরিয়াজনিত ইনফেকশন যা সাধারণত স্ট্রেপ থ্রট বা গলার ইনফেকশন অথবা টন্সিলাইটি্সের চিকিৎসা করা না হলে হয়ে থাকে এবং পুঁজ জমা হয়। গলার ইনফেকশন এবং টন্সিলাইটিসে আক্রান্ত হলে অ্যান্টিবায়োটিক সেবনের মাধ্যমে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। এই রোগ শিশু, যাদের বয়ঃসন্ধিকাল চলছে এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। এটা সাধারণত শীতের শুরু অথবা শেষের দিকে হয়ে থাকে, এসময় গলার ইনফেকশন এবং টন্সিলাইটিস ব্যাপক বিস্তৃতি লাভ করে।              

কারণ
গলার ইনফেকশনের জন্য দ্বায়ী ব্যক্টেরিয়া এই রোগ সৃষ্টি করে। মাঝে মাঝে অন্য কিছু প্রকারের ব্যক্টেরিয়া এই রোগের কারণ হয়ে থাকে। টন্সিলাইটিসের জটিলতার কারণে এই সমস্যার উদ্ভব ঘটে। টন্সিলে ইনফেকশন হবার পর যদি তা এর আশে পাশে ছড়িয়ে পড়ে তবে এই সমস্যা দেখা দেয়। বর্তমান সময়ে এই রোগ খুব একটা দেখা যায় না, কারণ এটি প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক রয়েছে। দাঁত এবং মাড়ির রোগ এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বৃদ্ধি করে। 

লক্ষণ
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন: 

- গলা ব্যথা    

- খাবার গিলতে কষ্ট হওয়া 

- টনসিল ফুলে যাওয়া

-  জ্বর 

- কানের ব্যথা

- গলায় চাপ অনুভব করা 

- মাথা ব্যথা

- ঠাণ্ডায় কাঁপুনি 

- ঘাড় ফুলে যাওয়া

- গলা ফুলে যাওয়া 

- লসিকা গ্রন্থি ফুলে যাওয়া

-  গলা লাল হয়ে যাওয়া 

আর/এস 

Leave a Comment