দুশ্চিন্তা/উদ্বেগ (Anxiety)

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৫, ২০১৮

দুশ্চিন্তা/উদ্বেগ হল এক ধরনের মানসিক ব্যাধি, যা মানুষকে তাদের দৈনিক স্বাভাবিক কর্মকাণ্ড সঠিকভাবে করতে বাধা দেয়। দুশ্চিন্তা/উদ্বেগ হল এক ধরনের ভয় বা আশঙ্কার অনুভুতি। এর সাথে আরো যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হল- মাংসপেশীতে টান, অস্থিরতা, বুক ধড়ফড় করা, শ্বাস-প্রশ্বাস খুব দ্রুত হওয়া, স্নায়বিক দুর্বলতা, ভয় পাওয়া, সন্দেহ করা, সিদ্ধান্তহীনতায় ভোগা, কোনো কিছুর প্রতি একাগ্রতা না থাকা, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারা প্রভৃতি। এটি কাল্পনিক বা সত্যি কোন ঘটনা, ভয় বা চিন্তা থেকে হতে পারে। আবার কোনো কারণ ছাড়াও হতে পারে। এই অবস্থা অনেকদিন যাবৎ চলতে পারে এবং এই লক্ষণগুলোর পুনরাবৃত্তি হতে পারে।

কারণ
অন্যান্য মানসিক সমস্যার সাথে দুশ্চিন্তা/উদ্বেগ কতোটা জড়িত তা এখনও সঠিকভাবে জানা যায়নি। যে সকল ব্যক্তি আগে থেকেই দুশ্চিন্তা/উদ্বেগে ভোগেন তাদের জীবনে নতুন কোনো আশঙ্কাজনক ঘটনা ঘটলে এই সমস্যা আরও বেড়ে যায়। বংশ ও জীনগত কারণেও এটি হতে পারে।

নিম্নলিখিত শারীরিক অসুস্থতার সাথে দুশ্চিন্তা/উদ্বেগ সম্পর্কযুক্তঃ

- হৃদরোগ

- ডায়াবেটিস

- থাইরোয়েড গ্রন্থির ব্যাধি যেমন হাইপারথাইরয়েডিজম

- অ্যাজমা

- ড্রাগের (ঔষধ) অপব্যবহার

- অন্ত্রের যন্ত্রণাদায়ক ব্যাধি

- ঋতুস্রাব সম্পর্কিত ব্যাধি
 

লক্ষণ
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন: 

- উদ্বেগ বা দুশ্চিন্তা

- বিষণ্নতা 

- বুকের তীক্ষ্ণ ব্যথা

- বিষণ্নতাজনিত সমস্যা 

- শ্বাসকষ্ট

- মাথা ব্যথা

- অনিদ্রা

- বুক ধড়ফড় করা 

- অস্বাভাবিক অনৈচ্ছিক নড়াচড়া

- অনিয়মিত হৃদস্পন্দন 

আর/এস 

Leave a Comment