বাচ্চার পজিশন উল্টো কেন হয়?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • অক্টোবর ৯, ২০১৮

গর্ভের যে ফুল তা জরায়ুর উপরের দিকে অবস্থান নেয়। সেই ফুল যদি কোনো কারণে উপরে জায়গা না নিয়ে নিচে জায়গা নেয় তাহলে বাচ্চার পজিশন ঠিকভাবে বসার সুযোগ পায় না। তখন সে তার মতো করে বসতে গিয়ে উল্টো হয়ে বসে। যেহেতু তার মাথার পজিশনটা অলরেডি ফুল দখল করে নিয়েছে।

আরেকটা বিষয় হতে পারে মায়ের জরায়ুটা জন্মগত ভাবেই ঠিক জায়গায় নাই। যার ফলে বাচ্চা তার আরামদায়কভাবে নিজের অবস্থান করে নিতে গিয়ে উল্টো হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা কোনো কারণ ছাড়াই উল্টো পজিশন নেয়। তবে, ৩৭ সপ্তাহের আগে যদি বাচ্চার পজিশন উল্টো হয় তাহলে সেটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। তবে ৩৭ সপ্তাহের পর যদি বাচ্চার পজিশন উল্টো হয়, তাহলে নিশ্চিত হতে হবে বাচ্চার পজিশন উল্টো এবং এটা আর ঘুরে যাওয়ার সম্ভাবনা নেই।

সূত্র : গুগল 

Leave a Comment