গর্ভাবস্থার ২৬ সপ্তাহে মায়ের গর্ভে শিশু কি করে?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ১৩, ২০১৮

মায়ের গর্ভে শিশুর বয়স যখন ২৬সপ্তাহ তখন তার ওজন হবে প্রায় ২পাউন্ড। এবং দৈর্ঘ্য হবে পুরোপুরি ১৪ ইঞ্চি। ২৬সপ্তাহে একটি শিশু মায়ের গর্ভে মুখ দিয়ে অল্প অল্প অ্যামনিওটিক তরল গিলবে আবার মূত্র হিসেবে সেই তরল বেরও করে দেবে। অ্যামনিওটিক তরল শিশুর ফুসফুসের পরিপক্কতার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং শিশুটি এই তরলের মধ্যেই ভেসে থাকে। একজন শিশু জন্মের পর যে প্রথম শ্বাস নেয় তার অনুশীলন করতে অ্যামনিওটিক তরল সহায়ক ভূমিকা পালন করে।

গর্ভাবস্থায় ২৬ সপ্তাহের শুরুতে একজন শিশু প্রথম চোখ খুলে তাকায়। এসময় শিশুর চোখের মণির রং নীল বা গাঢ় নীল হবে। অনেক শিশুর চোখের রং বাদামীও হয়ে থাকে। জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই শিশুর চোখের মণি স্থায়ী বর্ণ ধারণ করবে।

গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে ২৬সপ্তাহে তার অণ্ডকোষ পেটের দিক থেকে নিচে নামতে শুরু করবে এবং অণ্ডথলির অবস্থানে যাবে।
অণ্ডকোষের পূর্ণ বিকাশের জন্য আরো ২ থেকে ৩ দিন সময় লাগবে। গর্ভের শিশুটি গর্ভে ২৬সপ্তাহে অনেক একটিভ থাকবে এবং আপনি তার নড়াচড়া টের পাবেন।

 

 

Leave a Comment