আপনার হাত পা কি সারাবছর ঠান্ডা থাকে?

  • তানজিলা আক্তার 
  • অক্টোবর ১৫, ২০১৮

চলে আসলো শীতকাল। এসময়ে হাত-পা ঠান্ডা থাকা স্বাভাবিক। কিন্তু এই হাত-পা ঠান্ডা যদি সারাবছরই থাকে, তাহলে এটা কি স্বাভাবিক? না, মোটেও না। নানাকারণে হাত পা ঠান্ডা থাকতে পারে। সারাবছর হাত পা ঠান্ডা থাকা কিছু রোগের জানান দেয়। জানুন বিস্তারিত -

- প্রেশার লো বা নিন্ম রক্তচাপের কারণে হাত-পা ঠান্ডা থাকতে পারে। 

- শরীরে হিমোগ্লোবিন, লোহিত রক্তকণার অভাব থাকলে হাত-পা ঠান্ডা হয়ে থাকে। 

- থাইরয়েডজনিত সমস্যা থাকলেও শরীর ঠান্ডা থাকতে পারে, তবে এটা ব্যক্তিবিশেষ নির্ভর করে। 

- শরীরে রক্ত সরবরাহে কোনো সমস্যা থাকলে হাত-পা ঠান্ডা হয়ে থাকে। 

- ধূমপায়ীদের শরীর ঠান্ডা হয়ে থাকে, কারণ নিকোটিন তাদের শরীরের রক্তনালিকাগুলোকে সংকুচিত করে ফেলে। এছাড়া আর্টারি আটকে ফেলার জন্যও এটা দায়ী। এই দুইয়ের কারণে হাত-পায়ের আঙ্গুল সবসময় ঠাণ্ডা হয়ে থাকে।

- এছাড়াও আপনি কোনো ট্রিটমেন্টের মধ্যে থাকলে উক্ত কারণেও হাত-পা ঠান্ডা থাকতে পারে।


 

Leave a Comment