১১মাস বয়সে শিশু কি কি পারবে আর এই সময়ের বিপদচিহ্নগুলো কি?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • অক্টোবর ১৬, ২০১৮

- এই সময় শিশু দাঁড়ানোর চেষ্টা করবে, কিছু ধরে নিজেকে টেনে তুলতে পারবে  এবং  সাহায্য নিয়ে দাঁড়াতে পারবে বা হাঁটতে পারবে।

- কোন জিনিস এক হাত থেকে অন্য হাতে নিতে পারবে যার অর্থ হতবদল করতে পারবে।

- হাত থেকে কিছু পড়ে গেলে তা খোঁজার চেষ্টা করবে।

- হাত থেকে খেলনা নিয়ে নিলে প্রতিবাদ জানাবে।

- কোন জিনিষের দিকে নির্দেশ করতে পারবে।

- খেলনা নাগালের বাইরে থাকলে তার কাছে পৌঁছানোর চেষ্টা করবে।

- দু আঙ্গুলের সাহায্যে কিছু তুলতে পারবে।

- ছোট ছোট শব্দ বলার চেষ্টা করবে যেমন দাদা, বাবা, মা।

- নিজের মতামত দিতে চেষ্টা করবে- যেমন কি চায় বা কি চায় না।

- নিজে নিজে খাবার খাওয়ার চেষ্টা করবে।

- বড়দের অনুকরণ করতে শিখবে যেমন: মোবাইলে কথা বলা বা চিরুনি দিয়ে মাথা আচঁড়ানো।

- হাত নেড়ে বিদায় জানাতে পারবে।

- নাম ধরে ডাকলে সাড়া দিতে পারবে বা ফিরে তাকাবে।

- “না” বললে বুঝতে পারবে। যদিও সবসময় তা পালন করবে না।

বিপদচিহ্ন :

- জড়সড় বা নিস্তেজ থাকা।

- চলন্ত কিছুর দিকে দৃস্টি না দেয়া।

- মাথার ভারসাম্য বজায় রাখতে না পারা

- কারও দিকে তাকিয়ে না হাসা।

- আকর্ষনীয় কিছু দেখলে আগ্রহী না হওয়া। 

- কোন ধরনের শব্দ না করা। 

- দাঁড় করিয়ে দিলে পায়ে ভর দিতে না পারা।

- কোন কিছু হাত দিয়ে মুখের কাছে আনতে না পারা। 

- যিনি সর্বাধিক যত্ন নেন (খাবার খেতে দেন) তার প্রতি কোন আগ্রহ না দেখানো। 

- কোন শব্দে প্রতিক্রিয়া না দেখানো।

- কোন দিকে গড়াগড়ি দিতে না পারা।

- কোন কিছু মতামত দিতে না পারা যেমন পছন্দ বা অপছন্দ। 

সূত্র : myfairylandbd

Leave a Comment