শীতকালে হাঁপানি বেড়ে গেলে করণীয় কি?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ৬, ২০১৮

প্রশ্নঃ শীতকালে হাঁপানি বেড়ে যায়! কি করবো?

উত্তরঃ হিমশীতল বাতাসে হাঁপানি বাড়ে, শুরু হয় বুকে সাঁ সাঁ শব্দ ও শ্বাসকষ্ট। যাদের হাঁপানি আছে তাদের শীতকালে সতর্ক থাকা উচিত। খুব শীতল, হিমবাতাস যেদিন সেদিন ঘরে থাকুন। যদি বাইরে যেতেই হয় তাহলে নাক ও মুখে স্কার্ফ বেঁধে নিন। নিয়মিত ওষুধ নেবেন। বিশেষ খেয়াল করতে হবে সেদিকে। জীবন রক্ষাকারী ইনহেলার রাখুন হাতের কাছেই।

Leave a Comment