শিশুকে শোয়ানোর নিয়ম

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ৭, ২০১৮

শিশুর জন্য পরিতৃপ্তির ঘুম অত্যন্ত প্রয়োজন। ঘুমের সময় কোনভাবেই শিশুর ঘুমে ব্যাঘাত ঘটানো যাবে না। নবজাতক শিশু দিনে প্রায় ১৮-২০ ঘুমিয়ে কাটায় । শিশুকে সব সময় কাত করে এবং এপাশ-ওপাশ করে শোয়াতে চেষ্টা করতে হবে । বিশেষ করে খাওয়ানোর পর এটা অবশ্যই করানো উচিত । এভাবে শোয়ালে শিশু যদি বমি করে তা সহজেই বেরিয়ে আসতে পারে । চিত করে শোয়ানো অবস্থায় বমি করলে তা শ্বাসনালীতে যাওয়ার ঝুঁকি থাকে । খাওয়ার ঘন্টাখানেক পর চিত করে শোয়ালে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না । 

Leave a Comment