শিশুর পোশাক-পরিচ্ছেদ

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ৭, ২০১৮

পারতপক্ষে শিশুকে পোশাক না পড়িয়ে কেবল শরীরের ওপর পাতলা সুতি কাপড় দিয়ে রাখলেও চলে। পোশাক পড়ানোর সময় খেয়াল রাখতে হবে শিশুর পোশাক যেন সুতি এবং ঢিলেঢালা হয়। সিনথেটিক পোশাক চলবে না । তা ছাড়া শিশুর পোশাকে বোতাম, চেইন, হুক ইত্যাদি না রাখাই ভালো । শিশুর কাপড়-চোপড় সাবান দিয়ে ধোয়ার জন্য অনেকেই পানিতে স্যাভলন জাতীয় উপাদান ব্যবহার করেন এটি না করাই ভালো ।  

Leave a Comment