নবজাতকের পাতলা পায়খানা কী ডায়রিয়া?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ৭, ২০১৮

শিশুর পায়খানা পাতলা হয়ে গেলেই তাকে ডায়রিয়া ভেবে নেওয়ার কোন কারণ নেই। কেননা, বুকের দুধ খাওয়ালে এমনিতে সোনালী-সবুজ রঙের পাতলা পায়খানা হতে পারে যাতে পানির পরিমাণ বেশি থাকে । এ সব শিশুর কিন্ত পানিশূন্যতা হয় না এবং শিশু হাসিখুশিও থাকে। তাই এটা কোনোভাবেই ডায়রিয়া নয় ।  এতে শিশুর কোনো ক্ষতি হয় না । এ অবস্থায় বুকের দুধ বন্ধ করে ল্যাকটোজ ফ্রি দুধ দেয়ার কোনো প্রয়োজন নেই । এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার ।  
 

Leave a Comment