শীতকালে বাচ্চা অসুস্থ হলে যত্ন নেবেন যেভাবে

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • নভেম্বর ৯, ২০১৮

১. শীতকালীন অসুস্থতার সবচাইতে বড় পার্শ্বপ্রতিক্রিয়া হলো পানি শুন্যতা। তাই বাচ্চাকে হাইড্রেটেড রাখতে হবে। ফুটানো পানি, ফলের জুস, স্যুপ এবং দুধ খুবই গুরুত্বপূর্ণ।

২. আপনার অসুস্থ বাচ্চাকে অন্যদের অপ্রয়োজনীয় সংস্পর্শ থেকে দূরে রাখুন। কারন এসব ভাইরাস খুব দ্রুত সংক্রমিত হয়।

৩. বাচ্চাকে গরম কাপড় পরিয়ে রাখুন। কিন্তু খুব বেশি গরম কাপড় যাতে পরানো না হয় সেদিকে খেয়াল রাখবেন।

৪. শিশু যাতে প্রয়োজনীয় বিশ্রাম পায় সেদিকে খেয়াল রাখবেন।

৫. নাক বন্ধ থাকলে ইনহেলার বা স্যালাইন ড্রপ ব্যাবহার করতে পারেন।

৬. সর্দির ক্ষেত্রে নিয়মিত বাচ্চার নাক পরিষ্কার করুন।

৭. বাচ্চাকে সময় দিন। অসুস্থ বাচ্চাকে এটাই সবচাইতে ভালো রাখতে পারে। বাচ্চার সাথে আদর করে, শান্ত ভাবে কথা বলুন। হাতের সব কাজ রেখে শুধু তার দিকেই কন্সেনট্রেট করুন।

৮. বাচ্চার ঘর পরিষ্কার রাখুন। মাঝে মাঝে ঘরের দরজা জানালা খুলে দিন যাতে বাতাস চলাচল করতে পারে।

৯. মাঝে মাঝে বাচ্চাকে গরম পানি দিয়ে গোসল করান। গরম পানি শুধু বাচ্চাকে আরামই দেয়না তার সাথে ব্যাথাও দূর করে। গরম পানির ভাপ সর্দির জন্যও ভালো। গোসল এর পর বাচ্চাকে ভালো ভাবে মুছিয়ে নিন।

১০. ঘুমানোর সময় বাচ্চার মাথা সামান্য উঁচু করে রাখুন যাতে নিশ্বাস নিতে কষ্ট না হয়।

একটু সচেতন থাকলেই কিন্তু আপনার অসুস্থ বাচ্চাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন।

Leave a Comment