পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের সাথে বিকল্প টিস্যুর ব্যবহার

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ১৩, ২০১৮

প্রশ্ন : পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের সাথে অথবা বিকল্প হিসেবে টয়লেট টিস্যু ব্যবহার করা যাবে কিনা?

উত্তর : স্যানিটারি ন্যাপকিন তাড়াতাড়ি ভিজে যাবে এই দুঃশ্চিন্তায় অনেকেই প্যাডের সাথে টয়লেট টিস্যু ব্যবহার করে থাকেন। কিন্তু টয়লেট টিস্যু ব্যবহার না করাই ভালো কারণ দীর্ঘক্ষণ যোনীর সংস্পর্শে থাকার কারণে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। যখন পিরিয়ড হয় তখন পরিষ্কার পরিচ্ছন্নতা বা Hygiene রক্ষা করা খুব বেশী প্রয়োজন। এর জন্য স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে যা বিভিন্ন ধরনের থিকনেসের হয়ে থাকে। এবং আপনি আপনার পিরিয়ডের হেভিনেস এর উপর নির্ভর করে যেকোনো ব্র‍্যান্ডের স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারেন।

প্রতি ৩-৪ ঘন্টার মধ্যে প্যাড পাল্টানোর দিকে খেয়াল রাখবেন। কারো যদি বেশি ব্লিডিং হয় সেক্ষেত্রে আরো আগে প্যাড চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। আপনি যখন বাইরে থাকবেন সেই পরিস্থিতির জন্য আপনার ব্যাগে সবসময় একটি অতিরিক্ত প্যাড এবং অন্তর্বাস রাখা বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment