আগরবাতির ধোঁয়ায় হতে পারে ক্যান্সার

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • নভেম্বর ১৫, ২০১৮

ধর্মীয় বা পবিত্র উৎসবে ধূপকাঠি বা আগরবাতির ব্যবহার প্রচলিত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। চারপাশের পরিবেশ বিশুদ্ধ রাখতে প্রধানতম প্রায় সব ধর্মের মানুষেরাই ধূপকাঠি বা আগরবাতি ব্যবহার করে থাকেন। কিন্তু আগরবাতির ধোঁয়া শরীরের জন্য কতটুকু ক্ষতিকর তা কি জানেন? সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানীরা ধূপকাঠি বা আগরবাতির ক্ষতিকর দিক নিয়ে গবেষণা করেছেন। ধূপকাঠির সাধারণ উপাদান আগরকাঠ ও চন্দনকাঠের ওপর গবেষণা করে বলেন, আগরবাতির ধোঁয়া শরীরের জন্য মারাত্বক ক্ষতিকর।

ধূপকাঠির ধোঁয়ায় তিন ধরনের টক্সিন আছে, যা ক্যান্সার সৃষ্টির উপাদান। ওই তিন টক্সিন হলো মিউটাজেনিক, জেনোটক্সিক ও সাইটোটক্সিক। এ ছাড়া আগরবাতির ধোঁয়া জিন পরিবর্তনের কারণ হতে পারে, যা ক্যান্সার ও অন্যান্য ফুসফুস সংক্রান্ত রোগের প্রথম শর্ত। গবেষকরা বলেন, আগরবাতি প্রজ্জ্বলন করে এর ধোঁয়া গ্রহণ করা আর ক্যান্সারের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা একই ব্যাপার। সিগারেটের ধোঁয়ার চেয়েও বেশি ভয়ংকর ক্ষতিকারক আগরবাতির ধোঁয়া। আমেরিকান ক্যানসার সোসাইটির এক গবেষণা বলছে, দীর্ঘদিন আগরবাতির ধোঁয়া গ্রহণ করলে শ্বাসযন্ত্রের ক্যানসার হতে পারে। এ ছাড়া আগরবাতির কারণে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) ও হাঁপানি হতে পারে।

Leave a Comment