ওভুলেশন বা ডিম্বোস্ফোটন কি?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ২৭, ২০১৮

ওভুলেশন বা ডিম্বোস্ফোটন সে সময়টাকে বলে যখন একজন নারীর ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু অবমুক্ত হয়ে ফেলপিয়ান টিউবে অবস্থান করে এবং নিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকে। পরবতীতে তা ক্রমশঃ গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়। তার এই যাত্রাপথে যদি কোন শুক্রানু দ্বারা ডিম্বানুটি নিষিক্ত হয় তবে তা গর্ভাশয়ে গিয়ে বসে যাবে। যাকে আমরা নারীর গর্ভধারন বলি।

অনেক চিহ্ন আছে যার মাধ্যমে আপনি বলতে পারবেন কখন আপনি ওভ্যুলেট করছেন। কিছু বিষয়ের উপর আপনাকে নজর রাখতে হবে। আপনার যোনীপথে যে রস নি:সরণ হয়, তা মাসিক চক্রের সাথে সাথে বদল হয়। যখন আপনার ওভুলেশন বা ডিম্বোস্ফোটনের সময় ঘনিয়ে আসে, তখন এই লালা পাতলা এবং পিচ্ছিল হয়ে যায় অনেকটা ডিমের সাদার মত। এ ছাড়াও ওভুলেশনের সময় আপনার শরীরের তাপমাত্রা ০.৪-০৬ ডিগ্রি ফারেন হাইট বেড়ে যায়। আপনি যদি ৪ থেকে ৫ মাস এই সব লক্ষণসমূহ তীক্ষ্মভাবে লক্ষ্য করেন এবং আরও কিছু শারীরিক লক্ষণ যেমনঃ তলপেটে ব্যথা ইত্যাদি হয়, তাহলে আপনি নিজেই মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারবেন আপনার কখন ওভুলেশন হচ্ছে। তবে মনে রাখতে হবে আপনার শরীরের লক্ষণসমূহও ১০০ ভাগ নির্ভরযোগ্য নয়। ডিম্বাশয় থেকে নিঃস্বরনের পর প্রতিটি ডিম্বানু ২৪ ঘন্টা জীবিত থাকে।

Leave a Comment