সিজারিয়ান ডেলিভারির পর মাথা ব্যথা বা ঘাড় ব্যথা

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ২৭, ২০১৮

যাদের সিজারিয়ান ডেলিভারি হয় তাদের বেশিরভাগই ডাক্তারের কাছে মাথা বা ঘাড় ব্যথার কমপ্লেইন নিয়ে আসেন।  মূলত, সিজারে ব্যবহৃত অ্যানেসথেশিয়ার প্রভাবে এমন মাথাব্যথা হয়। এবং এটা খুবই একটা সাধারণ ঘটনা সিজার পরবর্তী মাথা ব্যাথা, ঘাড় ব্যথা বা বমি হওয়া।

করনীয়ঃ মাথাব্যথার জন্য বালিশ ছাড়া শুয়ে থাকতে হবে। বিশ্রাম যত করবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এ ছাড়া ক্যাফেইন সমৃদ্ধ পানীয় যেমনঃ কফি খেলে উপকার পাওয়া যায়। সাথে অবশ্যই প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খেতে হবে। বেশি পানি খেলে মাথা ব্যথা দ্রুত উপশম হবে। সিজার অপারেশন হবার প্রথম তিন মাস আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অন্যথায় সেলাই ঠিকমত শুকাবে না এবং অন্যান্য ইনফেকশন হবার সম্ভাবনা থাকবে।

Leave a Comment