মায়ের স্তনে যে কারণে দুধ আসে না

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • নভেম্বর ২৮, ২০১৮

শিশুকে অন্তত ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। কিন্তু বিভিন্ন কারণে সন্তান জন্মের পর মায়ের স্তনে দুধ আসে না। বুকের দুধ খাওয়াতে গেলেই মায়েদের একই অভিযোগ বুকে দুধ নেই। দুধ পায় না অথবা বাচ্চা খেতে চায় না। কী কী কারণে বুকে দুধ কমে যেতে পারে তা হলো-

পুষ্টিহীনতা: দেশের বেশিরভাগ মা-ই অপুষ্টিতে ভুগে থাকেন। এ ছাড়া গর্ভবতী মায়েদের খাবার নিয়ে রয়েছে নানা ধরনের কুসংস্কার। তাই গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালে মাকে পুষ্টিকর এবং পরিমাণে একটু বেশি খাবার খেতে হবে।

অনিচ্ছা: বিভিন্ন কারণে বুকের দুধ খাওয়াতে মায়েদের অনিচ্ছা দেখা যায়। শিশু বুকের দুধ টানলে সেই উত্তেজনা মায়ের শরীরে দুধ তৈরির প্রক্রিয়া চালু করে দেয়। সঠিক পদ্ধতিতে শিশুকে না খাওয়ালে শিশু আরাম ও স্বাচ্ছন্দ্যবোধ করে না এবং স্তনে ব্যথা, স্তন ফেটে যাওয়া ইত্যাদি সমস্যা হয়।

দুশ্চিন্তা: উদ্বেগ বা পারিবারিক অশান্তি, দুশ্চিন্তা, ভয়ভীতি এবং কুসংস্কারের কারণে বুকের দুধ তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্থ হতে পারে।

ঘুম: মায়ের ঘুম ঠিকমতো না হওয়াও দুধ না আসার একটি বড় কারণ। তাই মায়ের জন্য পরিমিত ঘুম আবশ্যক।

অসুখ বা ওষুধ: মায়ের বড় কোনো অসুখ থাকলে বা কিছু কিছু ওষুধের কারণেও বুকের দুধ কমে যেতে পারে।

টি/আ

Leave a Comment