নিম পাতায় আছে ২১টি রোগের ওষুধ

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • ডিসেম্বর ১, ২০১৮

নিম ,ঔষধি গাছ। যার ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। শুধু নিম দিয়েই নিরাময় হয় ২১টি রোগ। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর। নিমের কাঠও খুবই শক্ত। এ কাঠে কখনো ঘুণ ধরে না। নিমের এই গুনাগুণের কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘একুশ শতকের বৃক্ষ’ বলে ঘোষণা করেছে। নিমে যে ২১টি রোগের নিরাময় হয় সেগুলো হলো-

- চুলকানি দূর করে।

- নিম পাতা কৃমিনাশক।

- ত্বককে সুস্থ রাখে।

- দাঁতের রোগ কমায়।

- রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে।

- চুল সুন্দর ও ঝকঝকে করে।

- উকুন বিনাশ করে।

- খুশকি বিনাশ করে।

- ওজন কমায়। রক্ত পরিষ্কার করে।  

- রক্ত পরিষ্কার করে।

- ঠাণ্ডাজনিত বুকের ব্যথা কমায়।

- পোকা-মাকড়ের কামড়ের ব্যথা উপশম করে।

- জন্ডিস দূর করে।

- ভাইরাস রোগ প্রতিহত করে।

- ম্যালেরিয়া ভাল করে।

- বাতের ব্যথা কমায়।

- চোখ ভাল রাখে।

- ব্রণ দূর করে।

- ছত্রাকের ইনফেকশন দূর করে।

- অ্যালার্জি দূর করে।

- একজিমা কমায়।

টি/আ

Leave a Comment