বাচ্চাকে চা দিচ্ছেন!

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • জানুয়ারি ২, ২০১৯

বাসা-বাড়িতে চা বানালে বাচ্চারা আবদার করতেই পারে। বারবার বুঝিয়েও কোনো কাজ না হলে বাধ্য হয়েই মাঝেমধ্যে তাকে চা দিতে হয়। কিন্তু এই চা-পানের ফলে শিশুর দেহে যে ক্যাফিন ঢুকছে, তা নিয়ে ভাবছে কয়জন? হোমিওপ্যাথি চিকিৎসকরা শিশুর সর্দি হলে তাকে অল্প করে চা দেওয়ার পরামর্শ দেন।  তাদের মতে, এতে বাচ্চার সর্দি-কাশি থেকে অনেকটাই আরাম পাবে। 

কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা বলছেন ঠিক তার উল্টো।  তাদের মতে, চা হোক বা কফি, ক্যাফিন শিশুর জন্য সব সময়ই ক্ষতিকর। বাচ্চাকে যদি চা দিতেই হয়, তাহলে তা অত্যন্ত হালকা করে বানানোর পরামর্শ দেন তারা।
যেভাবে বানাতে হয় শিশুর চা বানাতে হয় তা হলো-

১. সামান্য কয়েকটা চা পাতা দিয়ে শিশুর চা বানান।

২. শিশুর জন্য চা-এ পাতা ২-৩ মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না।

৩. চা আপনার বাচ্চাকে দেওয়ার আগে তা কতটা গরম পরীক্ষা করে নিন।

টি/আ

Leave a Comment