জরায়ু মুখের ক্যান্সার নিয়ে জীবনযাপন

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ৫, ২০১৯

আপনার ক্যান্সার কোন পর্যায়ে আছে তার উপর নির্ভর করবে, এটা আপনার দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলবে। জরায়ু মুখের ক্যান্সারের চিকিৎসায় কারো কারো র‍্যাডিকাল হিস্টেরেক্টোমি (radical hysterectomy) করাতে হয়। এটি একটি বড় ধরনের অপারেশন। পুরোপুরি সুস্থ হতে প্রায় ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগে। এসময় আপনি ভারী কোন কাজ করতে পারবেন না, ভারী কিছু তোলা যাবে না, যেমন বাচ্চা কোলে নেয়া বা বাজারের ব্যাগ বহন করা ইত্যাদি।

আপনি যদি গাড়ী চালিয়ে থাকেন, তবে ৩/৪ সপ্তাহ গাড়ী চালাতে পারবেন না। এই অপারেশনের পর স্বাভাবিক কাজে ফিরতে সাধারনত ৮ থেকে ১২ সপ্তাহ সময় লেগে যায়। জরায়ু মুখের ক্যান্সারের কিছু কিছু চিকিৎসায় যেমন, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি গ্রহন করলে শরীর দুর্বল হয়ে যায়, ক্লান্ত বোধ হয়। সেক্ষেত্রে আপনার দৈনন্দিন কাজের মাঝে প্রয়োজনমত বিশ্রাম নিন, অন্যের সাহায্য প্রয়োজন হলে সঙ্কোচ করবেন না।

Leave a Comment