আমার মাসিক অনিয়মিত হয়। এখন বাচ্চা নিতে চাচ্ছি। কি করবো?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ৫, ২০১৯

প্রশ্নঃ আমার মাসিক অনিয়মিত হয়। এখন বাচ্চা নিতে চাচ্ছি। কি করবো?

উত্তরঃ মাসিক অনিয়মিত হলে বাচ্চা নিতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আগে মাসিক নিয়মিত করতে হবে। এক্ষেত্রে ডাক্তারের কিছু জিনিস জানা জরুরী, তা হচ্ছে- আপনার বয়স কত? কখন আপনার পিরিয়ড শুরু হয়েছে? সব সময়েই তা অনিয়মিত ছিল কিনা? অন্য কোন উপসর্গ আছে কিনা? আপনি কোন ঔষুধ খান কিনা? আপনি সম্প্রতি ওরাল জন্মনিয়ন্ত্রণ পিল বন্ধ করেছেন কিনা? আপনার অন্য কোন সমস্যা বা স্ত্রী- রোগ আছে কিনা?

অনেক কারণেই আপনার পিরিয়ড প্রভাবিত হতে পারে, জীবনযাত্রার ধারা পাল্টানো, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বন্ধ করা, টেনশন, অথবা চিকিৎসা বা স্ত্রী-রোগ বিষয়ক অবস্থা আপনার যদি প্রায়ই ঘন ঘন অথবা অনেক সময়ের ব্যাবধানে পিরিয়ড হয় তাহলে কিছু মেডিকেল কনডিশনকে বাতিল করার জন্য একজন গাইনী ডাক্তারের সাথে আলোচনা করা প্রয়োজন।

Leave a Comment